কবির শাহ্ দুলাল।।
সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী।





চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা খুবই ব্যস্ত এলাকা। এখানে লাখো মানুষের একমাত্র চিকিৎসার আশ্রয় সরকারী হাসপাতালটি।এখানে নতুন ভবন পরিস্কার হলেও প্যাথলজী ও বিভিন্ন প্রকার শারীরিক পরীক্ষা,ব্লাড ইত্যাদি করার রুমটি নিজেই রোগাক্রান্ত। রোগীরা ওখানে প্যাথলজী পরীক্ষা করতে গেলে আশ্চর্য হয়ে চেয়ে থাকেন।ময়লা আবর্জনা অগোছালো রুমেই চলছে চিকিৎসা কার্যক্রম।
এবিষয়ে নতুন যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো,ওসমানী বলেন,আমি এসেই দেখছি বেশ কিছু অনিয়ম। সকল রকম অনিয়ম তদন্ত করে দেখছি। এবং কাজগুলো সুচারুভাবে করার জন্য চেষ্টা করবো।
তবে সীতাকুন্ড হাসপাতালের রক্ষনাবেক্ষন করার জন্য টাকা আসলে কি কাজ করা হয়েছে? এটা খতিয়ে দেখা হবে বলে জানান।
এমনিতেই সীতাকুন্ড হাসপাতালে সামান্য অসুস্থ রোগী নিয়ে গেলে বলা হয়,শহরে নিয়ে যান।এসব দুর্নাম গুচাতে কাজ করবেন বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।